এই ব্লগটি তাদের জন্য যারা বৃক্সিস বিল্ডার ব্যবহার করছেন থিম হিসেবে। সাধারণত আমরা ওয়ার্ডপ্রেসে ব্লগ আর্কাইভ দেখানোর জন্য একটা পাতা তৈরি করে থাকি কিন্তু আপনি যদি কোন পাতা তৈরি না করেন তখন বৃক্সিস সাবিউলরে আপনি কিভাবে তা দেখাবেন। এমন একটা সমস্যায় পড়েছিলাম আমি নিজে। আমি চাচ্ছিলাম মূলপাতায় যেন সব প্রকাশনাগুলো দেখানো হয়। আমি আমার সাইটের হোম পেজ সেটিংস রেখে ছিলাম আপনার সর্বশেষ প্রকাশনাগুলি অপশনে।
কিন্তু আমি টেমপ্লেটটা কোনভাবে মূলপাতায় সেট করতে পারছিলাম না। বৃক্সিস বিল্ডার ফোরাম, গুগল সার্চ, ইউটিউব ঘেঁটে আমি তেমন কিছু পাইনি যা সমস্যা সমাধান করতে পারে। হয়তো খোঁজার শব্দ চয়ন ঠিক হয়নি। সে যাক। প্রায় একদিন ধরে খোঁজাখুঁজি করে কিছু না পেয়ে নিজে আবারও ঘাটতে শুরু করলাম। ঘাটতে ঘাটতে একটা বিষয় খেয়াল করলাম যে বৃক্সিস বিল্ডার প্রথম পাতায় টেমপ্লেট সেট করতে দেয়। তো আমি সেটা সেট করে দেখি আমি যা চাচ্ছিলাম তা হয়ে গেছে।
মনের ভেতর খুশিতে ভরে উঠল। শেষ পর্যন্ত আমি যা খুঁজছিলাম তা পেয়ে গেছি। তাই ভাবলাম যারা আমার মত এই সমস্যায় পড়বে তাদের জন্য একটু লিখে রাখি হয়তো কারো কাজে লেগে যেতে পারে।